জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ও চৌমুহনী বাজারে সার বিক্রিতে চরম অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষকরা। তাদের অভিযোগ, দুই বস্তা ফসফেট সার কিনতে গেলে জোরপূর্বক ‘অরুণ বরুণ’ ব্র্যান্ডের ইউরিয়া ও অন্যান্য সার প্যাকেজ আকারে কিনতে বাধ্য করা হচ্ছে। প্রতি বস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য নেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা।
২৫ নভেম্বর সকাল ১১টার দিকে এ ঘটনায় বিক্ষোভে অংশ নেন শতাধিক স্থানীয় কৃষক। তারা জানান, নির্দিষ্ট পরিমাণ সার কিনতে গেলেই অতিরিক্ত কয়েক ধরনের সার নিতে বাধ্য করা হচ্ছে, যা নিম্ন ও মধ্যবিত্ত কৃষকদের সামর্থ্যের বাইরে। আলু মৌসুম সামনে রেখে সার সংকটকে পুঁজি করে এই প্যাকেজ বাণিজ্য চালানো হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
বিক্ষোভস্থলে উপস্থিত মামুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা কৃষকদের জিম্মি করে ইউরিয়া, জৈব ও অন্যান্য সার হাতে ধরিয়ে দিচ্ছে। এতে কৃষকরা ন্যায্য দামে প্রয়োজনীয় সার পাচ্ছেন না। বাজারের সার ব্যবসায়ীরা কৃষি অফিসকে তোয়াক্কা না করে নিজেদের মতো করে দাম বাড়িয়ে দিচ্ছে। কৃষকদের ন্যায্য মূল্যে সার নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা জরুরি।
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, কৃষকদের অভিযোগ পাওয়ার পর আমরা বিভিন্ন ডিলার পয়েন্টে গিয়ে বিষয়টি যাচাই করছি এবং কৃষকদের ন্যায্যতার ভিত্তিতে সার পাওয়ার ব্যবস্থা করছি।”
কৃষকেরা দ্রুত অনিয়ম বন্ধ করে সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

