এস কে রাসেল, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা প্রশাসন কাপ ২০২৫ এর ফাইনাল ম্যাচে চরকাটারী ইউনিয়ন ০-৩ গোলে হারিয়ে চকমিরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
দৌলতপুর উপজেলার সরকারি প্রমদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল সাড়ে ৩ টার দিকে ফাইনাল ম্যাচ শুরু হয়। খেলার শেষার্ধে চকমিরপুর ৩ গোলে এগিয়ে থেকে খেলা শেষ হয়।
ফাইনাল ম্যাচে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নূরের এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এসময় আরো উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আহসানুল আলম,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম,দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড.মোঃ নুরুল ইসলাম কুন্টু, দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: লোকমান হোসেনসহ গণমাধ্যম কর্মী, ফায়ার সার্বিস, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং আনসান ও গ্রাম পুলিশরা।
খেলায় হাজার হাজার দর্শক পুরো ৯০ মিনিট মাতিয়ে রাখে। যা প্রধান অতিতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রশংসা করেন। দৌলতপুর খুবই শান্ত প্রিয় এলাকা। আজ এত দর্শক দেখে আমি খুবই আনন্দিত। খেলা ধূলা মানুষকে মাদক থেকে দূরে রাখে। সামনে জেলা পর্যায়ে আরো নতুন টুর্নামেন্ট ছাড়া হবে। সেখানে দৌলতপুর উপজেলাকে চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানান তিনি।

