মোঃ সায়েদুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় এসআই সুমন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শিবালয় ও উথুলী ইউনিয়নের বিভিন্ন জায়গায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৫ আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ আসলাম উদ্দিন (৪৭), উথুলী ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোহাম্মদ আবুল হোসেন (৬০) ও উথুলী ইউনিয়ন আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী মোহাম্মদ মোক্তার মেম্বারকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার ছোট বোয়ালী মৃত ইসলাম মন্ডল, কাতরাসিন এলাকার মৃত আনসার আলী সরকার ও মৃত গোকুল শেখের পুত্র।
১১ফেব্রুয়ারী গভীর রাতে উপজেলার শিবালয় ও উথুলী ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোঃ আসলাম উদ্দিন, মোহাম্মদ আবুল হোসেন, হাজী মোহাম্মদ মোক্তার মেম্বার গ্রোফতার আটক করা হয়। আজ মঙ্গকবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম আল-মামুন জানান, ৫ আগস্ট উপজেলার পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার ভিত্তিতে মোঃ আসলাম উদ্দিন, মোহাম্মদ আবুল হোসেন ও হাজী মোহাম্মদ মোক্তার মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।