সাঘাটা ফুলছড়ি সংবাদদাতাঃ
চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গাইবান্ধার ফুলছড়ি থেকে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফুলছড়ি উপজেলা উদাখালি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবিরকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর কবির উদাখালি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং আনন্দবাজার উত্তর বুড়াইল গ্রামের মৃত মাহাবুব রহমানের ছেলে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌথবাহিনীর অভিযান চলমান আছে। আরও কেউ গ্রেফতার বা আটক হলে পরবর্তীতে আপডেট জানানো হবে।
উল্লেখ্য,ডেভিল হান্ট অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশনে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নষ্ট করতে না পারে সেই জন্য এ অপারেশন পরিচালনা করা হচ্ছে।
(ছবি সংযুক্ত)
মোঃ মোস্তাফিজুর রহমান
সাঘাটা ফুলছড়ি সংবাদদাতা, গাইবান্ধা