কাদেরের বক্তব্যে সারাদেশে তোলপাড়, আওয়ামী লীগ বিব্রত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত মঙ্গলবার বোমা ফাটিয়েছেন। একটি জনসভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, তলে তলে সবার সঙ্গে আপোষ হয়ে গেছে।
আমেরিকার দিল্লিকে দরকার। দিল্লি আছে, আমরাও আছি। শেখ হাসিনা সবার সঙ্গে ভারসাম্য করে ফেলেছেন। আর কোন চিন্তা নাই।
তিনি এই বক্তব্যটি রেখেছিলেন মঙ্গলবার সাভারের আমিনবাজার ট্রাক্ট টার্মিনাল এলাকায় আয়োজিত শান্তি উন্নয়ন সমাবেশে। এই বক্তব্য প্রচারিত হওয়ার পরেই সারাদেশে তোলপাড় শুরু হয়।
বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ধরণের বক্তব্যে হতবাক বিব্রত। একজন সাধারণ সম্পাদক কিভাবে এ ধরনের বক্তব্য দেন এ নিয়ে আওয়ামী লীগের অনেকেই অস্বস্তি প্রকাশ করেছেন।
যদিও প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো নেতা এ নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন যে, শেখ হাসিনা যা অর্জন করেন তা আওয়ামী লীগের কিছু নেতার অতিকথনে তা ধ্বংস হয়ে যায়। এটি তার প্রমান।
গত কিছুদিন ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিভিন্ন বক্তব্য হাস্যরসের উদ্যোগ করছিল। দলকে বিব্রত করছিল। এর আগেও সিঙ্গাপুর থেকে ফিরে এসে তিনি বলেছিলেন যে, দুটি সেলফিতেই ফয়সালা হয়ে গেছে।
কিন্তু ওই বক্তব্যের চেয়ে এই বক্তব্যের মাত্রা অনেক বেশি এবং এই বক্তব্যটি বিএনপি লুফে নিয়েছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের পর গতকালই এ নিয়ে ঠাট্টা তামাশা করেছেন।
আওয়ামী লীগের একাধিক নেতাও স্বীকার করেছেন যে সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়ে এখন রাজনীতিতে নানা রকম ঠাট্টা তামাশা হচ্ছে। অনেকেই এটাকে এই সময়ের সেরা কৌতুক হিসেবেও মনে করছেন।
অবশ্য ওবায়দুল কাদের আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন। তলে তলে কথাটি একটি প্রচলিত শব্দ বলে তিনি উল্লেখ করেছেন। যেমন খেলা হবে।
তাছাড়া কর্মীদের চাঙ্গা করার জন্য এমন বক্তব্য তিনি করেছেন। কিন্তু প্রশ্ন হল কর্মীদের চাঙ্গা করার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে দলকে ছোট করার দরকার কি?
আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেছেন যে আওয়ামী লীগ আপোষ করে কখনোই ক্ষমতায় আসবে না, আসতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে জনগণের ভোট নিয়ে। আর জনগণ যদি ভোট না দেয় সেখানে তলে তলে আপস করাটা কোন সংস্কৃতি? এ ধরনের সংস্কৃতির সঙ্গে আওয়ামী লীগ আদৌ পরিচিত কিনা সেই প্রশ্ন তুলেছেন।
আওয়ামী লীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন যে, এই বক্তব্যের পর আমরা কথাবার্তা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তবে একাধিক সূত্রগুলো বলছে যে ওবায়দুল কাদের নিজেও তার বক্তব্যে বিব্রত এবং তিনি বক্তব্যটি রাখার পর এটি যে ইতিবাচক হয়নি তা বুঝতে পেরেছেন।
এই জন্যই তিনি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে এর ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তিনি ব্যাখ্যা যাই দেন না কেন গুলি একবার ছোঁড়া হয়ে গেলে সেটি আর যেমন ফেরত নেওয়া যায় না তেমনি এই বক্তব্য এখন রাজনীতিতে একটি ইস্যুতে পরিণত হবে।
বিএনপি ইতিমধ্যে বলার চেষ্টা করছে, এর অর্থ এই যে আওয়ামী লীগের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের জনসমর্থন নেই। তারা তলে তলে দেন দরবার করেই ক্ষমতা গ্রহণ করতে চায়।
অথচ আওয়ামী লীগের উপর যখন মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিচ্ছিল, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিলো যে আমরা জনগণের উপর নির্ভরশীল। আমরা বিদেশি চাপের উপর নির্ভরশীল নই। এর ফলে আওয়ামী লীগের এই অবস্থানকেই যেন প্রশ্নবিদ্ধ করলো ওবায়দুল কাদেরের এই বক্তব্য।
বাংলাদেশের রাজনীতিতে আগামী কয়েকদিন এই বক্তব্য একটা বড় ইস্যু হবে বলেই মনে করছেন অনেকে।