সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের রাজনগরে ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার মাত্র কয়েক দিনের মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন:- মৌলভীবাজার সদর উপজেলার হিলালপুর এলাকার তুহিন আহমেদ (২৪), রাজনগর উপজেলার আদমপুরের সালমান আহমদ (২৪) এবং কমলগঞ্জ উপজেলার পূর্ব কালেঙ্গার মিজানুর রহমান (৩০)। শনিবার জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানায়,গত ১৮ নভেম্বর সকালে চান্দভাগ চা বাগানের মুদি দোকানি মো. ইমরান মিয়া তার পিতাকে সঙ্গে নিয়ে মালামাল কিনতে মোটরসাইকেলে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। তারা রাজনগরের নন্দীউড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি নেভি-ব্লু রঙের প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এরপর গাড়ি থেকে নেমে আসা ৩-৪ জন ব্যক্তি জিআই পাইপ দিয়ে মারধর করে এবং ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে থাকা সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়। ঘটনায় রাজনগর থানায় একটি মামলা করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের তত্ত্বাবধানে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই মো. আলমগীর কবীর এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহায়তায় ২১ নভেম্বর রাতে মৌলভীবাজার সদর উপজেলার নূরজাহান হাসপাতালের সামনে থেকে প্রথমে তুহিন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাতেই সদর উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে সালমান আহমদকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে তার ব্যবহৃত একটি কালো জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ২২ নভেম্বর ভোরে সদর উপজেলার হিলালপুর এলাকা থেকে প্রাইভেট কারচালক মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে শ্রীবাউর গ্রামের রনি দে’এর বাড়ি থেকে ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে পুলিশ।
জেলা পুলিশ জানায়,প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অল্প সময়েই তিনজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ছিনতাই চক্রের বাকি সদস্যদের ধরতে এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে।

