বাংলাদেশে গত সপ্তাহের ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ঘন ঘন মৃদু কম্পন অনুভূত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষজ্ঞরা এমন ধারাবাহিক ভূকম্পনকে ‘ভালো লক্ষণ নয়’ বলে মন্তব্য করেছেন।
ভূমিকম্প মনিটরিং ওয়েবসাইট আর্থকোয়াকট্র্যাকার ডটকমের রবিবার দুপুরের আপডেট অনুযায়ী, শুধু গত একদিনেই বিশ্বজুড়ে ৯১টি কম্পন হয়েছে। গত সাতদিনের পরিসংখ্যানে দেখা যায়, এই সময়ের মধ্যে মোট ৮৫২টি ভূমিকম্প বিশ্বব্যাপী রেকর্ড করা হয়েছে।
গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানীসহ সারাদেশে ব্যাপক কম্পন অনুভূত হয়। এই ঘটনায় আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। দুর্ভাগ্যবশত, এই দুর্যোগে এখন পর্যন্ত শিশুসহ মোট ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে (নরসিংদীতে ৫, ঢাকায় ৪ এবং নারায়ণগঞ্জে ১ জন)। এছাড়া ভবন থেকে লাফিয়ে পড়ে বহু মানুষ আহত হয়েছেন।
উদ্বেগ আরও বাড়িয়ে, শুক্রবারের ঘটনার পরপরই শনিবার রাজধানী ও এর আশপাশে মাত্র ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়।
সকাল ১০টা ৩৮ মিনিটে: ৩.৩ মাত্রার কম্পন হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ।
সন্ধ্যা ৬টা ৬ মিনিটে: মাত্র এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি কম্পন অনুভূত হয়; প্রথমটির মাত্রা ছিল ৩.৭ (উৎপত্তিস্থল বাড্ডা) এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৪.৩ (উৎপত্তিস্থল নরসিংদী)।
