সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজার জেলার রাজনগর ও সদর থানার পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে এক সফল অভিযান চালিয়ে ছিনতাই চক্রের দুই মূলহোতাকে গ্রেফতার করেছে। র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ শনিবার (২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী,গত ১৮ নভেম্বর সকাল ১০টার দিকে রাজনগরের বাসিন্দা মোঃ ইমরান মিয়া (২৮) তার পিতার সঙ্গে মোটরসাইকেলযোগে শ্রীমঙ্গলে দোকানের মালামাল ক্রয়ের জন্য যাচ্ছিলেন। পথে নন্দীউড়াস্থ মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি নেভি-ব্লু কালারের প্রাইভেটকার তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকার থেকে নেমে দুইজন অজ্ঞাত ব্যক্তি জিআই পাইপ দিয়ে ভিকটিম ও তার পিতাকে মারধর করেন, অন্য একজন তাদের কাছে থাকা নগদ ৫,৫০,০০০/- টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়।
ঘটনার পর ভিকটিম রাজনগর থানায় একটি মামলা (নং-১১, ১৯/১১/২০২৫, ধারাঃ ৩৯৪ পেনাল কোড) দায়ের করেন। এ মামলার অনুসন্ধানে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার একটি গোয়েন্দা অভিযান পরিচালনা করে এবং ২১ নভেম্বর সন্ধ্যা ৭.১৫ মিনিটের সময় মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ছিনতাই চক্রের মূল হোতা সালমান মিয়া (২৬) ও তার সহযোগী তুহিন আহমেদ (২৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের চলমান গোয়েন্দা অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

