(মোঃ জালাল হোসেন)
ক্রাইম রিপোর্টার
রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয়ের নির্দেশে পরিচালনা হয় অভিযান ফাস্ট লাইট -২ গতকাল বৃহস্পতিবার (২০/১১/২৫ )ইং তারিখে মধ্যে রাত থেকে (২১/১১/২৫) ইং তারিখ সকাল ০৮ টা পর্যন্ত চলে এই অভিযান।ডিআইজি মহোদয় জানান এই অভিযানে দুই জেলা এলাকায় ,আরআরএফ সংশ্লিষ্ট জেলার মিলিয়ে মোট ২৫০ জন ফোর্স অফিসার অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার ,সহ রাজশাহী রেঞ্জ ডিআইজি নওগাঁ জেলা অতিরিক্ত ডিআইজি ,পুলিশ সুপারের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। অভিযানের স্থানগুলো রাজশাহী রেঞ্জের
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা, গোমস্তপুর থানা, নাচোল থানা, এবং নওগা জেলার সদর থানা, নেয়ামতপুর থানা, ও পোরশা থানা এলাকায় পরিচালনা করা হবে অভিযান ফার্স্ট লাইক -২ এই অভিযানের লক্ষ্য আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে এই অভিযান চালিয়ে,অস্ত্র বিস্ফোরক, মাদক উদ্ধার করা ,চোর, ডাকাত দুষ্কৃতকারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার , অস্ত্রধারী , মাদকের সাথে সংযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে পরিচালনা করা হয়। এই অভিযান ফাস্ট লাইক -২ অভিযান চলার সময় আটককৃত আসামি,ও উদ্ধারকৃত অস্ত্র এবং মালামালের বিবরণ এই অভিযানে মোট (৬৪)জন আসামি কে আটক করা হয় এদের মধ্যে আছে

(ক) ডাকাত:-১১জন
(খ) সন্ত্রাসবিরোধী:-০৩জন
(গ) বিস্ফোরক আইনে ০১ জন (ঘ) গ্রেফতারি পরোয়ানায় ১৮জন
(ঙ) চোর ০৭জন
(চ) নিয়মিত মামলায় ১১ জন (ছ) মাদকে সংশ্লিষ্ট ১৩ জন । ধারালো অস্ত্র ০১, রামদা ০১, হাসুয়া ০৪, ইলেকট্রনিকের গাছ কাটা করাত ০১, লোহার রড আট পিস, ট্যাপেন্ডডল ১০০পিচ , চোলাই মদ ৪৬ লিটার , ইয়াবা ২০ পিচ, গাঁজা ৪৫০ গ্ৰাম উদ্ধার করা হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি আর জানান এই অভিযান চলমান থাকবে যাতে করে ঐ সব এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।

