আজ সকাল ১০টা ৩৬ মিনিটে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর-র কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল দেশের বিভিন্ন এলাকায় বড় মাত্রার ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হয়েছিলেন। সেই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং এটি মাধবদী (নরসিংদী) কেন্দ্র করে ধরা পড়েছিল। ভূমিকম্পের কোঅর্ডিনেট ছিল উত্তর অক্ষাংশ ২৩.৭৭° ও পূর্ব দ্রাঘিমাংশ ৯০.৫১°।
বর্তমানে এই নতুন কম্পনকে ধরা হচ্ছে তুলনামূলকভাবে স্বল্পমাত্রার হলেও, বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন — ভয়াবহ ঝুঁকি এখনও শেষ হয় নি এবং সাধারণ মানুষকে প্রস্তুত থাকতে হবে।
বিস্তারিত তথ্য আসছে…

