বাসুদেব রায়, নীলফামারী প্রতিনিধি;
নীলফামারীতে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. আমিনুল ইসলাম ওরফে আমুল (৫১)কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২০ নভেম্বর) বিকেলে জয়পুরহাটের ক্ষেতলাল থানার একটি বাড়ি থেকে র্যাব-১৩ নীলফামারী ও র্যাব-৫ জয়পুরহাটের যৌথ দল তাকে আটক করে।
গ্রেফতার আমিনুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর থানার শ্বাসকান্দর কুটিপাড়া এলাকার মৃত বালিয়া ইসলামের ছেলে।
র্যাবের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ অক্টোবর বিকালে বিস্কুটের প্রলোভন দেখিয়ে কৌশলে ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে যায় আমিনুল। সেখানে তার ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয়। অভিযোগে আরও বলা হয়েছে, পূর্বেও একই কায়দায় সে ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে এমন নির্যাতন করেছে। পরে ভিকটিমের বড় ভাই বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা করেন। স্থানীয়রা মানববন্ধন করে আসামির দ্রুত গ্রেফতার দাবি জানান। বিষয়টি গণমাধ্যমেও প্রকাশিত হয়।
র্যাব জানায়, ঘটনার পর থেকে আমিনুল আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

