শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
সাতক্ষীরায় জেলা ব্যাংকার’স এসোসিয়েশনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ কনফারেন্স হলরুমে জেলা ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনতা ব্যাংক সুলতানপুর শাখার ম্যানেজার মো. আব্দুর রহিম এরঁ সভাপতিত্বে এবং সংগঠেনর সাংগঠনিক সম্পাদক ও পারুলিয়া শাখার ম্যানেজার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এর আগে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের প্রিন্স হোটেল এন্ড চিলি চাইনিজ রেষ্টুরেন্ট গিয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ব্যাংকার’স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি’র সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. কবির উদ্দীন, এসোসিয়েশনের কার্যকারি সভাপতি ও অগ্রণী ব্যাংকের এজিএম মো. জিল্লুর রহমান, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল, সংগঠনের উপদেষ্টা ফরহাদ হোসেন, কাজী মাসুদুল হক, নিয়াজ হাসান ও মাগফুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় ব্যাংকার’স অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যে বলেন, এ সংগঠনের মাধ্যমে সাতক্ষীরার ব্যাংক কর্মকর্তাদের মধ্যে যে আত্মার বন্ধন তৈরি হয়েছে সেটি সামনে আরো সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা আগামীতে সাতক্ষীরায় সবচেয়ে বড় অরাজনৈতিক সামাজিক পেশাজীবি সংগঠনে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন। এসময় সাতক্ষীরার সরকারি-বেসরকারী প্রায় ২ শতাধিক ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা একটি সংগঠনের মাধ্যমে সমাজকে আরো সামনে এগিয়ে নিতে পারি। ব্যাংকার’স অ্যাসোসিয়েশন একটি চমৎকার সংগঠন। এই সংগঠনের কার্যক্রম তখনই সার্থক হবে যখন একে অপরের জন্য কাজ করতে পারবে। বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অনেকের চিকিৎসার প্রয়োজন হলে তার পাশে দাঁড়ানো, সবার জন্য সবাই যদি আমরা কাজ করি, দশের লাঠি একের বোঝা সকল কাজ সহজ হবে। আপনারা ব্যাংকের যে সেবার দায়িত্ব পালন করেন আমরা ব্যবসায়ীরা আপনাদের অনেক সেবা পেয়ে থাকি। ব্যাংকে লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের সাথে সুন্দর ব্যবহার ও আচরন করেন আপনারা। যে কারণে আপনাদের পেশাটাও একটি মহৎ পেশা। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালি।

