শুক্রবার সকালে সুনির্দিষ্ট ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পের সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ডের গারোপাড়া এলাকায় একটি পোশাক কারখানায় দেড় শতাধিক শ্রমিক আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ডেনিমেক নামের বহুতল কারখানায়, যেখানে শ্রমিকেরা আতঙ্কে দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করছিলেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ১৩০ জন আহত শ্রমিক ভর্তি রয়েছেন। আরও ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুর জেলা সিভিল সার্জন মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিক ও স্থানীয়রা জানান, ভূমিকম্প শুরু হলে বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন তলার শ্রমিকেরা একসঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করতে গিয়ে হুড়োহুড়িতে পদপৃষ্ট হয়ে আহত হন।
কয়েকজন শ্রমিক অভিযোগ করেছেন, আতঙ্কের মুহূর্তে কারখানার মূল ফটকটি অবিলম্বে খোলা হয়নি, যা পরিস্থিতি আরও ভয়ানক করে তুলেছিল। এক শ্রমিক বলেন, “নিচে নেমে আসার সময় ভিড়ের চাপের কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত আমরা একত্রে ফটক খুলে বাইরে বের হতে সক্ষম হই।”
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “প্রচুর রোগী এসেছেন। তারা আতঙ্কে ভবন থেকে নামতে গিয়ে আহত হয়েছেন। আমরা তাঁদের চিকিৎসায় ব্যস্ত রয়েছি।”
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

