শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকার কাছে নরসিংদীতে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে ভবনে ফাটল ধরার ও পলেস্তরা খসে পড়ার খবর পাওয়া গেছে।
বেলা ১২টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করেছে:
আরমানিটোলা, কসাইটুলি: ৮ তলা একটি ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখেন, পলেস্তারার কিছু অংশ ও ইট খসে গেছে, তবে ভবন নিরাপদ। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
খিলগাঁও: নির্মাণাধীন ভবনের পাশে থাকা দোতলা ভবনে একটি ইট পড়ে একজন আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।
বারিধারা ব্লক-এফ, রোড-৫: একটি বাসায় আগুন লাগে। বারিধারা ফায়ার স্টেশনের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে আগুন ভূমিকম্পের কারণে লাগেছে কি না তা নিশ্চিত করা যায়নি।
সূত্রাপুর, স্বামীবাগ: আট তলা একটি ভবন অন্য একটি ভবনের দিকে হেলে পড়েছে। সূত্রাপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়: ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়, তবে স্যাটেলাইট ফায়ার স্টেশন পরিদর্শন করে জানায়, কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কলাবাগান, আবেদখালী রোড: ৭ তলা একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া যায়। মোহাম্মদপুর ফায়ার স্টেশন ইউনিট ঘটনাস্থলে যায়, তবে হতাহতের কোনো খবর নেই। ভবন ঠিক আছে; লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
মুন্সীগঞ্জ, গজারিয়া: একটি বাসায় আগুন লাগে। গজারিয়া ফায়ার স্টেশন দুটি ইউনিট পাঠিয়ে আগুন নেভানো হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভবন ও স্থাপনার আংশিক ক্ষয়ক্ষতি এবং পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে বড় ধরনের প্রাণহানি বা ধ্বংসের খবর পাওয়া যায়নি।

