আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।
দিনব্যাপী কর্মসূচি
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তিন বাহিনী প্রধান আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগে এবং রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
ঢাকা সেনানিবাসের আমি মাল্টিপারপাস কমপ্লেক্সে প্রধান উপদেষ্টা নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন এবং ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীর মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা, তিন বাহিনী প্রধান, প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিবসহ বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা।
বিকেল ৪টায় সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান বিচারপতি, বিদেশি কূটনীতিক, সাবেক রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবার, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদসহ আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করবে।
দেশজুড়ে কর্মসূচি
বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাঁটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাসে সংবর্ধনা আয়োজন করা হয়েছে। অন্যান্য সেনা, নৌ ও বিমান ঘাঁটিতেও কর্মসূচি চলছে।
ঢাকা, খুলনা, চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজ দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
২০ নভেম্বর রাতে বিটিভিতে ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ বেতার ‘বিশেষ দুর্বার’ প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ বেসরকারি টিভিতেও প্রচারিত হবে।

