মোঃ সায়েদুর রহমান, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় ৩১ দফা প্রচারনা সভায় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনায় আহবান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বহী কমিটির সদস্য এসএ জিন্নাহ কবির।
২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেওতা জমিদার বাড়ীর মাঠে তেওতা ইউনিয়ন বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএ জিন্নাহ এ আহবান জানান।
হাজী আব্দুর রাজ্জকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লোকমান হোসেন, সদস্য মাকসুদুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মানিকুজ্জামান মানিক, বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মওলানা হাবিবউল্লাহ নোমানী সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মিজানুর রহমান লিটন, দৌলতপুর উপজেলা উপজেলা বিএনপির আনিছুর রহমান, তেওতা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান হারুন, মহাদেবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রাইজুদ্দিন মোল্লা, জেলা যুবদল যুগ্ম আহবায়ক আসিফ ইকবাল রনি, শিবালয় উপজেলা যুবদল আহবায়ক হোসেন আলী, শিবালয় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, তেওতা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মাজেদ মিয়া, জেলা ছাত্র দল যুগ্ন-সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, সাংগঠনিক সম্পাদক অয়ন উপজেলা ছাত্র দল যুগ্ন আহ্বায়ক আজিজুল হাকিম, জুয়েল রানা প্রমুখ।
এ-সময় প্রধান অতিথি বক্তব্যে বলেন,
১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়ন হলে এদেশ একটি মানবিক স্বনির্ভর আধুনিক গনতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর দেশ-নায়ক তারেক রহমান ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বিএনপিসহ সকল অঙ্গসহযোগী সংগঠন হলো ভালো মানুষের দল। এই দলে সন্ত্রাসী, চাঁদাবাজদের কোনো স্থান নেই। তাই বিএনপি করতে হলে মানুষের সঙ্গে সংযোগ রাখতে হবে। মানুষ যাকে ভালো না বাসবে, তার স্থান বিএনপিতে হবে না।
সুতরাং যারা সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকবে, যারা মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।মানুষের জন্য কাজ করতে হবে। মানুষকে ভালোবাসুন। মানুষের ভালেবাসা অর্জন করতে পারলে তবেই আপনি বিএনপির নেতা হবেন।
পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টির দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং একটি মহল বিএনপির সুনাম নষ্ট করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতার বুকের রক্ত ঝরিয়েছে। তারপরও স্বৈরশাসকের শেষ রক্ষা হয়নি। ঐতিহাসিক ৫ আগস্ট সে পালিয়ে গেলো। তার সঙ্গে সঙ্গে তার দোসররা আত্মগোপনে থেকে দেশ বিরাধী বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। আর যেখানে আওয়ামীলীগের দোসররা দেশে মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইবে সেখানেই তাদের প্রতিহত করতে হব।
আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারুণ্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশ পুনগঠন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ দানের আহবান জানাচ্ছি।
সর্বশেষ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করছি এবং তারুণ্যের প্রতীক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করছি।







