পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় র্যাব গ্রেফতার করেছে ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী ‘পাতা’ সোহেল এবং তার সহযোগী বুকপোড়া সুজনকে। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের আটক করে র্যাব-৪।
বুধবার বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, কিবরিয়াকে হত্যা করতে শুটারদের নির্দেশ দিয়েছেন পাতা সোহেল। হত্যার পর শুটারদের অর্থের যোগানও দেন তিনি এবং নগদ ৩০ হাজার টাকা প্রদান করেন।
র্যাব জানিয়েছে, হত্যার মূল কারণ ছিল মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দল। আগস্ট মাসের পর কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হিসেবে ওঠেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে বাধা দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়। পাতা সোহেল কার নির্দেশে হত্যার পরিকল্পনা করেছিলেন তা তদন্ত চলছে।

