ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি অধিভুক্ত কলেজের সমন্বয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন এই বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা হবে—
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া ইউজিসি প্রণয়ন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠায়।
২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশের পর শিক্ষক–শিক্ষার্থী ও বিভিন্ন অংশীজনের কাছ থেকে ৫ হাজারেরও বেশি মতামত পাওয়া যায়।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তিনটি মতবিনিময় সভা, অনলাইন মতামত সংগ্রহ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামতের ভিত্তিতে খসড়াটি পুনর্মূল্যায়ন ও পরিমার্জন চলছে।
অধ্যাদেশ চূড়ান্তকরণে সময় লাগলেও শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সরকার আশ্বস্ত করেছে।
প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগে সাত কলেজ পরিচালনায় একজন অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১১ নভেম্বর অনুষ্ঠিত সমন্বয় সভায় ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি, রেজিস্ট্রেশন ও ক্লাস পরিচালনা বিষয়ে সিদ্ধান্ত হয়।
অনুমোদিত অপারেশন ম্যানুয়েল অনুযায়ী ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক–কর্মকর্তাদের পদ সংরক্ষণ, কলেজগুলোর স্বাতন্ত্র্য, সম্পদ ব্যবস্থাপনা, উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের অন্তর্বর্তী ব্যবস্থা—এসব বিবেচনায় সমন্বিত ও বিধিবদ্ধভাবে অধ্যাদেশ চূড়ান্ত করা হবে।
যে কোনো বিভ্রান্তি পরিহার করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মতে, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উচ্চশিক্ষা মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং সকল অংশীজনের ন্যায্য স্বার্থ রক্ষাই সরকারের প্রধান লক্ষ্য।

