বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের জন্য তৈরি বিশেষ মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ সন্ধ্যায় উদ্বোধন হচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সোমবার বিষয়টি নিশ্চিত করেন।
আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের সমাপনী বক্তব্যে নির্বাচন কমিশনার সানাউল্লাহ ঘোষণাটি দেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিরা নিজ দেশে না ফিরেও এই অ্যাপের মাধ্যমে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। বৈশ্বিক সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপটি চালুর ব্যবস্থা করা হয়েছে।
ইসি কমিশনার জানান, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৪০ লাখ বাংলাদেশি প্রবাসে আছেন—যা মোট জনসংখ্যার প্রায় ৭ থেকে ৮ শতাংশ। তার আশা, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ প্রবাসী ভোটারের সংখ্যায় এগিয়ে থাকবে।
এ ছাড়া রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের ভোটার নিবন্ধনে উৎসাহিত করার অনুরোধ জানান তিনি।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, আজ সন্ধ্যা ৬টায় সিইসি অ্যাপটি উদ্বোধন করবেন।

