ফেনী শহরের মাস্টারপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে সোমবার (১৭ নভেম্বর) রাত ৮টায় আগুনের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার রায়ের পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির গেইট ও দেয়ালে আগুন ধরিয়েছেন। আগুনের কারণে বাড়িটির কোনো অবকাঠামোগত ক্ষতি হয়নি; পুলিশ ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক মুহায়মিন তাজিম বলেন, “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর ঘটনায় ছাত্র-জনতার ক্ষোভ প্রকাশ পেয়েছে। আমরা আশা করি, এ ঘটনায় দ্রুত যথাযথ রায় কার্যকর হবে।”
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্টও শহরের মাস্টারপাড়া এলাকায় নিজাম হাজারীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।
এর আগে জুলাই-অগাস্ট গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের পর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ ছাত্র-জনতা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছিল।

