স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ঘোষিত মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে দেশে কোনো ধরনের আতঙ্ক বা অস্থিরতা দেখা যায়নি। সোমবার রায় ঘোষণার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী একটি দেশ থেকে উসকানি দেয়া হচ্ছে। তবে প্রয়োজনে শেখ হাসিনাকে ফেরাতে আবারও চিঠি পাঠানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। রায়ের পর বড় কোনো ঘটনা না ঘটলেও বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। আত্মরক্ষার প্রয়োজনে গুলি করার বিধান আছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

