চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা বটতলা এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থল ও হাসপাতাল মিলিয়ে ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত–আহত কারও পরিচয় এখনো জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাকির রাব্বানী জানান, একটি ড্রামট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তিনি বলেন, “ঘটনাস্থলে চারজনের মৃত্যু নিশ্চিত করেছি। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলতাফ হোসেন জানান, “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অন্তত ১৫ জন চিকিৎসাধীন, কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।”
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, “বাসটি প্রথমে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়, এরপর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

