ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষে সংঘর্ষ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার উপজেলার দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগুরহাটি এলাকার বাসিন্দা একই গোষ্ঠীর শিপন মিয়া ও দানা মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এর জেরে আজ শনিবার দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

