নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এ মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনা ঘটেছে।
শিশু দুইটি হচ্ছে ওই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) ও একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।
গ্রামবাসি সূত্রে জানা গেছে, ফেরদৌস মিয়ার ভাই ও গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। এতে পরিবারটির বাড়িতে আত্মীয় স্বজনদে জমায়েত। এমন শোক ভারাক্রান্ত অবস্থার মাঝে শনিবার বেলা ১১টার দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়।এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা অপর শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।দুই শিশুকে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

