মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া :
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি জেলা শহরের টিএ রোড থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মোবারক হোসাইন আকন্দ বলেছেন, ড. ইউনুস প্রথম যখন দায়িত্ব নিয়েছিল, তখন সত্যিকার অর্থে দেশের মানুষের পালস বুঝে দেশ পরিচালনা শুরু করেছিলেন। এখন আমাদের কাছে মনে হচ্ছে, কোন একটি দলকে খুশি করার জন্যে ইতিমধ্যে তিনি ষড়যন্ত্রের অংশে পা দিয়েছে।
শুক্রবার ১৪ ই নভেম্বর বিকেলে শহরে বিক্ষোভ শেষে আয়োজিত সমাবেশের বক্তব্যে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আমীর মোবারক হোসাইন আকন্দ আরও বলেন, দেশে আপামর জনগণ আশায় আছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য, নির্বাচনী আইন সংশোধন করা হবে। নির্বাচনী আইন সংশোধন ছাড়া, যদি নির্বাচন হয়, তাহলে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। আমরা বাংলাদেশে আর কোন ফ্যাসিজম দেখতে চাই না। রাষ্ট্রীয় সংস্কার ও আইনের ভিত্তি তৈরি করার জন্যে অবশ্যই সাধারণ মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে নভেম্বরের মধ্যে গণভোট চাই। কারো কথা মতো নির্বাচন হলে আমরা মেনে নেব না। আর গণভোটের নির্বাচনে হ্যাঁ জয়যুক্ত হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের ৮টি দল সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ৫ দফা দাবি মেনে নিতে হবে। নভেম্বরের মধ্যে যদি জুলাই সনদের আইনি ভিত্তির জন্যে গণভোট না নেওয়া হয়, তাহলে দেশের জনগণ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রোকনউদ্দিন ও জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার রাফি প্রমূখ।







