জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে জয় হাতছাড়া করল বাংলাদেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ২-২ গোলের সমতায় মাঠ ছাড়ে লাল–সবুজরা।
আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে হাভিয়ের কাবরেরার দল। শুরুর একাদশে সমিত সোম ও কিউবা মিচেল না থাকলেও খেলেছেন জায়ান আহমেদ ও হামজা। তবে প্রথমার্ধে একেবারেই ম্লান ছিল বাংলাদেশের পারফরম্যান্স।
২৯তম মিনিটে রোহিত চাঁদের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা (১–০)। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি তিনি। ফলে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নেপাল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমিত সোমকে নামান কোচ কাবরেরা। মাঠে নামার পরপরই বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই দুর্দান্ত ওভারহেড কিকে সমতা ফেরান হামজা। জামাল ভূঁইয়ার বাড়ানো বলে বাই-সাইকেল কিক করে গোল করেন এই লেস্টার সিটি তারকা।
এর তিন মিনিট পরই আবারও গোল করেন হামজা। ৪৮তম মিনিটে রাকিব হোসেনকে ফাউল করে নেপাল পেনাল্টি উপহার দেয়। সফল স্পট কিকে দলের পক্ষে নিজের দ্বিতীয় ও আন্তর্জাতিক ক্যারিয়ারের চতুর্থ গোলটি করেন হামজা।
৮০তম মিনিটে সামান্য চোট পাওয়ায় তাকে তুলে নেন কোচ। কিন্তু শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। ৮৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে অনন্ত তামাংয়ের পায়ের ছোঁয়ায় গোল পায় নেপাল। ফলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

