সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর,সিলেট বিভাগীয় কার্যালয়। টিলা কাটা এবং অবৈধভাবে মুরগির খামার পরিচালনার দায়ে চার ব্যক্তি ও একটি খামারের বিরুদ্ধে মোট ১১ লাখ ৩৪ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর,সিলেট বিভাগীয় কার্যালয় সুত্রে সোমবার (১০ ফেব্রুয়ারী) জানা গেছে,’ গত ৫ ফেব্রুয়ারি) তারিখে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং-এর শুনানি শেষে জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জনতা পোল্ট্রি ফার্ম,বর্ষিজোড়া ইকো পার্ক, মৌলভীবাজার-পরিবেশগত ছাড়পত্র ছাড়া খামার পরিচালনার অপরাধে ৯ লাখ ৯৪ হাজার টাকা জরিমানা।
টিলা কাটার অপরাধে চারজনকে জরিমানা:
১) আব্দুর রহিম (কালেঙ্গা,কমলগঞ্জ)- ৮৭,৬০০ টাকা।
২) মোছা. তাহমিনা আক্তার (ডরিতাজপুর, কুলাউড়া)-২৬,৪০০ টাকা।
৩) মোহন গোস্বামী (কালাছড়া,জুড়ি)-১৮,০০০ টাকা।
৪) ধনপতি রুদ্র পাল (কালাছড়া,জুড়ি)- ১৮,০০০ টাকা।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং-এর শুনানিতে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ‘বন উজাড়,টিলা কাটা এবং অবৈধ খামার পরিচালনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে’।
পরিবেশবিদরা বলছেন,’অবৈধ স্থাপনা নির্মাণ, টিলা কাটা এবং অপরিকল্পিত খামার পরিচালনা জীববৈচিত্র্যের জন্য হুমকি। সঠিক নিয়ম মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশ অধিদপ্তর’।