নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে দালালদের প্রভাব,অনিয়ম-দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচিতে হামলার স্বীকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য মোঃ মোজাম্মেল হক।বুধবার উপজেলা এনসিপির মুখ্য সমন্বয়ক ও দলীয় মনোনীত এমপি এমপি প্রার্থী মোজাম্মেল হক ও মাসুম বিল্লাহ সহ আরো অনেকেই আহত হয়েছেন।
দুপুরে হাসপাতালের সামনে মানববন্ধন করতে গেলে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রফিকুল ইসলাম কে গ্রেফতার করে পুলিশ।তিনি পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা।হামলার শিকার মোজাম্মেল হক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে কথা হলে তিনি জানান, হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসাইনের নির্দেশেই তার স্টাফ সহ স্থানীয় দালাল চক্র আমাদের ওপর হামলা করে।আমার বাম হাত ভেঙে ফেলে।হামলার শিকার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ জানান দুষ্কৃতকারীরা আমাকে লাঞ্ছিত করেছে। আমি স্বাস্থ্য কর্মকর্তার বিচার দাবি করছি।
ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, মানববন্ধনের প্রস্তুতিকালে হামলা করা হয়।ভিডিও ফুটেজ দেখে রফিকুল ইসলাম কে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।এ বিষয়ে জানতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসাইনের মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।ময়মনসিংহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সাল বলেন আইন নিজের গতিতে চলবে।এ ঘটনার সঙ্গে যদি স্বাস্থ্য বিভাগের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
