রুমায় পাইন্দু ইউনিয়নের বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ
রুমা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলা পাইন্দু ইউনিয়নের বন্যায় ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ -৫০ পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। কারিতাস বাংলাদেশ ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন। এই ত্রাণ সামগ্রী ও শর্তহীন নগদ অর্থ বিতরণ করেন।
গত (২০সেপ্টম্বর) রুমা সদরঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের শর্তহীন নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল হক।
এসময় তিনি বলেন সম্প্রতি বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ভাবে ত্রান বিতরন হচ্ছে। একজন ক্ষতিগ্রস্ত বা তার পরিবার কোনো সদস্য যাতে একাধিক প্রতিষ্ঠান থেকে বারবার না পায়। উপজেলা প্রশাসন তা দেখভালের মাধ্যমে সমন্বয় করে দেখা হচ্ছে। এটা করা গেলে কোন ক্ষতিগ্রস্ত পরিবার আর বাদ পরবে না,আর সহায়তা প্রাপ্তি নিশ্চিত হবে। বিষয়টি নিয়ে সবাইকে খেয়াল রাখতে হবে বলে উল্লেখ করেন ইউএনও মাহাবুবুল হক।
কারিতাসের প্রতিনিধি যোসেপ ত্রিপুরার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুমা উপজেলা রিসোর্স সেন্টার (ইউআরসি)’ইনস্ট্যাক্টর মোহাম্মদ কাউছারুল ইসলাম, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং,রুমা উপজেলা পিআইও কর্মকর্তা শাহারিয়া মাহামুদ রন্জু,পাইন্দু ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার গংবাসে মারমা,১ নং ওয়ার্ডে মেম্বার মংছো মারমা,ও জরুরী মানবিক সাড়াদান কর্মসূচির উপজেলা টিম লিডার ক্লিনটন ত্রিপুরা প্রমুখ।
এসময় ইউকেএইড, জেএও, নেডারল্যান্ড ও স্টার ফান্ড বাংলাদেশ অর্থায়নে প্রতি পরিবারকে নগদ পাঁচ হাজার পাঁচ শত টাকা ও নয় ধরণের ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এতে রয়েছে -ঢাকনাসহ বালতি একটি,জেরিকান দুইটি,কাপড় কাচার সাবান চারটি,গোসলের সাবান চারটি, মাসিকের স্বাস্থ্যবিধি জন্য অনিষ্পত্তিযোগ্য স্যানিটারি কাপড়-চারটি ওআরএস-১২টি,খাবার পানি দুই লিটার ও নক কাটা একটি।
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং জানান বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থদের মধ্য থেকে জরুরী মানবিক সাড়াদান কর্মসূচির আওতায় অংশগ্রহণকারী লক্ষিত এই দুইশটি পরিবারের মাঝে শর্তহীন নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে জরুরি সময়ে নিজেদের ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।