জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগের সন্ত্রাস ঠেকাতে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট।
বুধবার (১২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কক মিলনায়তনে অনুষ্ঠিত ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শুনলাম কাল নাকি আওয়ামী লীগের লকডাউন। কালকে সব দল মাঠে থাকবে। কিন্তু আওয়ামী লীগকে মাঠে ঠেকানোর জন্য আমাদের এক হাসনাত আবদুল্লাহই যথেষ্ট। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন শুধু কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অখণ্ডতা রক্ষায় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি এখনই ঐক্য না হয়, তবে দেশের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে।”

