পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১০ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের মাঠে পাঁচ দিনব্যাপী বাংলাদেশ স্কাউটস কাউখালী উপজেলার ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা নজরুল ইসলাম, স্কাউটের সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিশনার সুব্রত রায়, উপজেলা কাব লিডার নুরুজ্জামান শিকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, এই ক্যাম্পিং এর মাধ্যমে শিক্ষার্থীরা সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। উপজেলার ৩৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২১০ কাব শিক্ষার্থী ও ৩৫ কাব শিক্ষক পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ