সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় অপারেশন ডেভি হান্টে ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী সমর্থক। গত রবিবার রাতভর অভিযান চালিয়ে বাউফল উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ওসি কামাল হোসেন জানান,গ্রেপ্তারকৃতরা হলেন,বাউফল পৌরসভার সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার (৩৮) কালিশুরীর সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ মৃধা (৩০) স্বেচ্ছসেবক লীগ নেতা মো. বজলু সিকদার (৫০) সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর সাবেক ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম(৩৫)নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের আওয়ামীলীগ কর্মী আ.ছালাম(৫২)। এদেরকে বিষ্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।