ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি নেছারাবাদের বার্ষিক মাহফিল উপলক্ষে জামায়াতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারের প্রতিনিধিদের সঙ্গে।
এ সময় আগামী ২২ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়।
দরবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানান ঝালকাঠি–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. ফয়জুল হক এবং কায়েদ সাহেব হুজুরের ছেলে খলিলুর রহমান। আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে যোগদানের সম্মতি প্রকাশ করেন আমীরে জামায়াত।
দরবার সূত্রে জানা গেছে, মাহফিলের দ্বিতীয় দিনের এই জাতীয় প্রতিনিধি সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিধিদের সমাগমে নেছারাবাদের বৃহৎ ধর্মীয় পরিবেশ আরও বর্ণিল হয়ে উঠবে।







