শিরোনাম
চাঁদপুরে যাত্রীবাহী দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ   » «    বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «   

সিলেট জেলার কোম্পানীগঞ্জ হতে ০১টি চোরাই ট্রাকসহ চোরাই চক্রের-২ জন গ্রেফতার

সিলেট প্রতিনিধি:
সিলেট জেলার অপরাধ দমন, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চুরি, চোরাই উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট  গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায়  গত  ১৬ সেপ্টেম্বর  ২০২৩  তারিখ রাত ২১.৩০ ঘটিকার সময় এসআই আসাদুল ইসলাম, এসআই মাসুদ আহমেদ, এসআই গোপেশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের প্রেক্ষিতে  অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জের টুকের বাজার এলাকা হতে একটি ট্রাক সহ  চুরির সাথে জড়িত  দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃতরা হলো মোঃ রুমন মিয়া ওরফে সুমন ওরফে রিপন (২৩), পিতা-মোঃ দুলাল মিয়া, মাতা-বালেছা বেগম, সাং-গাছঘর নতুন জীবনপুর, থানা-কোম্পানীগঞ্জ এবং মোঃ আব্দুর রহমান ওরফে রনি (২৩), পিতা-দিনেশ, মাতা-জয়ন্তী রানী, সাং-রসুলগন, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জ
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায়  ট্রাকটি কোম্পানীগঞ্জ থানাধীন টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে বিক্রির উদ্দেশ্যে চোরাইচক্রের দুইজন এয়ারপোর্ট এলাকা থেকে চালিয়ে টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে নিয়া আসে। তাদের নিকট থেকে এই চক্রের আরো কয়েকজনের মাধ্যমে ট্রাকটি কেটে টুকরা করে বিক্রি করার জন্য টুকেরবাজার ভাঙ্গারীর দোকানে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদে তারা চোরাইচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এবং উক্ত চত্রের সাথে জড়িত অন্যান্যদের সম্পর্কে তথ্য প্রদান করে।
উক্ত ঘটনায়  কোম্পানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়, যাহার মামলা নং- ০৬, তারিখ-১৭/০৯/২০২৩ খ্রিঃ। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন। গ্রেপ্তারকৃত আসামিদের কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চোরাই ট্রাক * সিলেট
সাম্প্রতিক সংবাদ