কাউখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযান। শনিবার দুপুরে তিনটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ।
উপজেলার সরকারি বালক বিদ্যালয়ের সামনে উপশম ফার্মেসির এর মালিক আব্দুল জিহাদ কে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ৩ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয়েছে।
হাসপাতাল রোডের জাহাঙ্গীর ট্রেডার্স এর মালিক জাহাঙ্গীর হোসেনকে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য ও মূল্যহীন খাবার রাখার অপরাধে ২ হাজার ৫০০ শত টাকা অর্থদণ্ড করা হয় ও মহিলা কলেজের সামনের মায়ের দোয়া বেকারের মালিক ইমাম হোসেনকে মূল্যবিহীন খাদ্যপণ্য রাখার অপরাধে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে এই তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়। এ সময় সাথে ছিলেন কাউখালী উপজেলা সেনিটারী ইন্সপেক্টর এম ইলিয়াস উদ্দিন ও পুলিশের একটি টিম।