গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
শুক্রবার (৭ নভেম্বর) ইস্তাম্বুলের প্রসিকিউটর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল ধারাবাহিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ ও জাতি হত্যার কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই অভিযোগের ভিত্তিতেই পরোয়ানা জারি করা হয়েছে।
পরোয়ানাভুক্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
তুরস্কের পক্ষ থেকে বলা হয়, আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতাল, তুরস্ক–ফিলিস্তিন ফ্রেন্ডশিপ হাসপাতালসহ বেসামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য।
অন্যদিকে, ইসরায়েল তুরস্কের এই পদক্ষেপকে “রাজনৈতিক প্রচারণা” বলে নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইসরায়েল ঘৃণাভরে তুরস্কের এই প্রচারণামূলক পদক্ষেপ প্রত্যাখ্যান করছে।”
ফিলিস্তিনি গোষ্ঠী হামাস তুরস্কের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং একে “মানবিক সাহসিকতার উদাহরণ” বলে মন্তব্য করেছে।
উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) — উভয় প্রতিষ্ঠানই গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে।

