বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা পরিষদ নিজেরাই দেশের নির্বাচনের পথে বাধা সৃষ্টি করতে চাচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির র্যালি-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল উল্লেখ করেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশে ‘বাকশাল’ কায়েম হয়েছিল, কিন্তু জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলেন এবং সংস্কারের সূচনা করেন। তিনি বলেন, দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন।
তিনি জানান, বিএনপি সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং যেসব বিষয়ে একমত হয়েছে সেখানে স্বাক্ষরও দিয়েছে। তবে তিনি অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে হওয়া ঐকমত্য থেকে সরে গিয়ে নতুন প্রস্তাব দিয়েছে, যা বিএনপির কাছে গ্রহণযোগ্য নয়।
মির্জা ফখরুল বলেন, “তারা ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছেন, আমরা এতে একমত হইনি। যদি রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত নিতে বলা হয়, তাহলে এতদিনের আলাপ-আলোচনার মানে কী ছিল?” তিনি আরও বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের জন্য চাপ সৃষ্টি করছে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনের দিনেই গণভোট হওয়া উচিত।
উপদেষ্টা পরিষদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, তারা এমন পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে নির্বাচন ব্যাহত হয়। তিনি দাবি করেন, কিছু দল নির্বাচনের বানচাল করতে ষড়যন্ত্র করছে।

