ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
এর আগে সোমবার বেলা সাড়ে ১২টায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারী শিক্ষকরা। এসময় শাহবাগ মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষকদের প্রথমে পুলিশ সরে যেতে বললে শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ করা হয়। এসময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন। এছাড়াও কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে।
এবিষয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের উপর লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।
কুমিল্লা থেকে আসা হাসিবুল ইসলাম বলেন, আমরা যে সকল দাবি নিয়ে এসেছি সেগুলো অযৌক্তিক না। প্রাথমিকে নিয়োগের জন্য অনেকে অন্য চাকরি ছেড়ে দিয়েছেন। এখন রাজপথে মার খেলে আমরা কার কাছে যাবো?
দুপুর আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান করছেন। তবে যান চলাচল সীমিত পরিসরে চালু রয়েছে।