লিমন মিয়া,সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে শ্রমিক দলের নেতা আব্দুল আজিজ ওরফে সোনা সরদার (৬০) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আতশি বেগম (৫৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) তাকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছাতারিয়া পূর্বপাড়া গ্রামে আনিছুর ও লিটন ডাক্তার এর সঙ্গে আব্দুর রশিদ ও আব্দুস সালাম মিয়া এর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল।
গত ৭ ফেব্রুয়ারি ওই বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় শ্রমিক নেতা আব্দুল আজিজ সংঘর্ষ থামাতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ফলে তিনি পাশে থাকা কোদালের ওপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা বেগম ১২ জনকে আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আতশি বেগমকে গ্রেপ্তার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, “আব্দুল আজিজ হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আতশি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”