মোঃ আব্দুল কুদ্দুস
শাহজাদপুর (সিরাজগঞ্জ )প্রতিনিধি :
“সুস্থ দেহ সুস্থ মন” প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত ইউনিয়ন পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ প্রতিযোগিতা ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সকাল ৯ টায় গাড়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুরাদ হোসেন , বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বৃন্দ। ক্রীড়া সংস্কৃতি ও বিজ্ঞানমূলক কুইজ প্রতিযোগিতার মধ্যে , ৩০ মিটার দৌড় , লং জামপ, ৩০ মিটার বিস্কুট দৌড় , ক্রিকেট বল নিক্ষেপ, মশাল দৌড়, চিত্রাঙ্গন প্রতিযোগিতার মধ্যে জাতীয় পতাকা অংকন, সাংস্কৃতি ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে গাড়াদহ ইউনিয়নভুক্ত ৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।
অনুষ্ঠান শেষে বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আফসার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতিন , যুবদল নেতা লিমন হোসেন, এছাড়াও সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সহ ছাত্রছাত্রী বৃন্দ ।
তারিখ : ১০-০২-২০২৫