স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র সচিবসহ আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতারে কাজ চলছে। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে ১১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হতে হবে। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে আইনের আওতায় আনা হবে। বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালনকারী বেশির ভাগ কর্মকর্তাকে বদলি করা হবে।
বিমানবন্দরে অগ্নিকাণ্ড তদন্ত বিষয়ে জানান, একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিদেশি বিশেষজ্ঞরা সহায়তা করছেন। অস্ত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত শেষে জানা যাবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট পুলিশ কর্মকর্তাদের ফেরত এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

