আমিনুল ইসলাম খন্দকার:
পারিবারিক পুষ্টি বাগান করতে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রতিজন কৃষককে দেড় শতক জমিতে আবাদের জন্য বিনামূল্যে ফলজ গাছের চারা, সবজি বীজ ও সারসহ উপকরণ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প’র আওতায় উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৩০ জন কৃষককে এ উপকরণ প্রদান করা হয়।
অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগান গড়ার মাধ্যমে পরিবারিক পুষ্টি চাহিদা পূরণসহ নারীদের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। কৃষি অফিসার মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সহকারি পুলিশ সুপার মাসুম সরদার, মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাসেদুল হক রাসেল ও কৃষি সম্প্রসারণ অফিসার শাকিলা আক্তার প্রমুখ।
এ সময় প্রধান অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সরকারের নির্দেশনা রয়েছে এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। সে অনুযায়ী পারিবারিক সবজি ও পুষ্টির চাহিদা পূরণের জন্য বসতবাড়ির আঙিনায় অনাবাদি ও পতিত জমিতে প্রকল্পের সহযোগিতায় উদ্বুদ্ধকরণের মাধ্যমে সবজি, মসলা ও ফল উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শেষে কৃষকের হাতে ফলজ গাছের চারা, সবজি বীজ, সারসহ উপকরণ তুলে দেন প্রধান অতিথি মো. মঈন উদ্দিন।

