স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের বাছাই করে এবার বাদ দেওয়া হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “যারা আগের তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের এবার দায়িত্ব থেকে বাদ দেওয়া হবে। নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
দেশ থেকে পালিয়ে যাওয়া কিছু পুলিশ কর্মকর্তাকে ফিরিয়ে আনার বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “যারা অপরাধে জড়িত, তারা আইনের চোখে অপরাধী। তাদের দেশে ফিরিয়ে আনা হবে।”
নির্বাচনের সময় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখন তারা যেভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছেন, নির্বাচনের সময়ও তা বহাল থাকবে।”
তিনি আরও জানান, সভায় মাদক নিয়ন্ত্রণ, আসন্ন জাতীয় নির্বাচন, সীমান্ত পরিস্থিতি এবং সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধারের বিষয়টিও আলোচনায় ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেক সময় এসব বক্তব্যের সত্যতা থাকে না। সাংবাদিকরা সত্য সংবাদ প্রকাশ করলে এসব বিভ্রান্তি রোধ করা সম্ভব।”
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম উপস্থিত ছিলেন।

