ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রার্থী করে ২৩৭ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে দলটি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকায় দেখা যায়, খালেদা জিয়া ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে নির্বাচন করবেন। তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রথমবারের মতো প্রার্থী হবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন।
২৩৭ আসনের বাইরে ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। সেগুলোর কিছু জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ঘোষিত প্রার্থীদের মধ্যে ৮৩ জন নতুন মুখ, চারজন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, আর নারী প্রার্থী রয়েছেন ১০ জন।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “এটি চূড়ান্ত নয়, সম্ভাব্য প্রার্থী তালিকা। স্থায়ী কমিটি ও পার্লামেন্ট বোর্ডের সিদ্ধান্তে প্রয়োজনে পরিবর্তন আসতে পারে।”
এদিকে প্রার্থী ঘোষণার পর অন্তত ছয় জেলায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন প্রভাবশালী নেতার নামও বাদ পড়েছে তালিকা থেকে।

