বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী আজ ৫২ বছরে পা রাখলেন। দীর্ঘদিনের সহধর্মী ওমর সানী এই জন্মদিনে পাশে না থাকলেও, দূর থেকে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
ওমর সানী ফেসবুকে লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব।”
মৌসুমী বর্তমানে মা, মেয়ে ও বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন। দেশ ফেরার কথা থাকলেও এখনও দেশে ফেরেননি। গত বছরের জন্মদিনে মৌসুমী জানিয়েছিলেন, “দেশে থাকলে ভক্তরা শুভেচ্ছা জানাতেন। কাছের কেউ কেউ বাসায় আসতেন কেক ও ফুল নিয়ে। বিদেশের মাটিতে বসে দেশের জন্মদিন উদযাপন খুব মিস করছি।”
১৯৭৩ সালের এই দিনে জন্মগ্রহণ করা মৌসুমী ২০ বছর বয়সে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। প্রথম ছবিতে তাঁর নায়ক ছিলেন সালমান শাহ। এরপর তিনি ওমর সানী-র সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে জনপ্রিয়তা অর্জন করেন। শুটিং থেকে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়ে পরে গোপন ও পরে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়।
মৌসুমী ও ওমর সানীর বড়পর্দার প্রথম সিনেমা ছিল ‘দোলা’। এরপর তাদের জুটির সিনেমার তালিকায় রয়েছে **‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’**সহ বহু চলচ্চিত্র।
দম্পতির সংসারে রয়েছে দুই সন্তান ফারদীন ও ফাইজা।

