উৎফল বড়ুয়া, সিলেট
পবিত্র মাহে রামাদানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে জনসাধারণ ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যানজট এবং হকারমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ঈদুল ফিতর ও রামাদানে যেকোনো ধরনের অরাজকতা, অপতৎপরতা এবং যানজট ও হকারমুক্ত একটি নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ দাবী জানান।
এসময় ব্যবসায়ীরা নগরীর যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত প্রদান, হকারদের যথাযথ স্থানে পুনঃস্থাপনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা, যাতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি না হয়, বাজার মনিটরিং এর জন্য জেলা প্রশাসন ও এসএমপি কার্যালয়ে দুইটি কন্ট্রোল রুম চালু করা, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গুজব রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, যাতে ঈদের বাজারে অস্থিরতা সৃষ্টি না হয়, ছিনতাই ও চাঁদাবাজি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, প্রতিটি অলিগলিতে সড়ক বাতি সচল রাখা, যাতে অন্ধকার পরিবেশে অপরাধী চক্র অবস্থান করতে না পারে, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়কে সিসি ক্যামেরা চালু রাখাসহ বিভিন্ন দাবী প্রদান করেন ব্যবসায়ী নেতারা। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম এই সকল প্রদক্ষেপ কার্যকর করতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যবসায়ী ফোরাম সিলেটের সভাপতি আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন আহমদ মাসুক, সাধারণ সম্পাদক মোস্তাফা মেহেদী হাসান খান ও সাংগঠনিক সম্পাদক এমজিএ শাহীন (সুহিন), আলী আকবর, গুলসান খান, সাবুল মিয়া, মুস্তাফিজুর রহমান জাকির, মোঃ আসাদুল হক আসাদ, মোঃ রফিক উদ্দিন, আবু সাঈদ মোঃ তায়েফ, মোঃ সাব্বির আহমদ, মারুফ আহমদ টিপু, মোঃ হারুনুর রশীদ, মোঃ রুবেল আহমদ, সজিব আহমদ রুবেল, আহমদ রাসেল, পরিমল শর্মা প্রমুখ।