জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যথাসময়েই নির্বাচন হলে জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা পাবে এবং তা বাস্তবায়ন হবে।
রোববার (২ নভেম্বর) দুপুর ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। নাহিদ ইসলাম বলেন, “সনদ কীভাবে বাস্তবায়ন হবে সেটাই মূল বিষয়। বিএনপি ও জামায়াত একদিকে গণভোটের তারিখকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে কিছু দল নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা এ দুটোর কোনোোটিই চাই না। যথাসময়েই নির্বাচন হওয়া উচিত।”
তিনি আরও উল্লেখ করেন, গণভোট নির্বাচনের দিনেও হতে পারে, নির্বাচনের আগেও, তবে সময়ের মধ্যে নির্বাচন হওয়াই প্রধান বিষয়।

