প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা যমুনায় এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় শুরু হয়ে রাত ৮টা ১৮ মিনিটের দিকে বৈঠকটি শেষ হয় বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা। তিনি জানান, “বৈঠক শেষ হওয়ার পর তিন বাহিনীর প্রধানরা ইতোমধ্যে যমুনা ত্যাগ করেছেন।”
প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান, এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সূত্রটি আরও জানায়, এই বৈঠক ড. ইউনূস আহ্বান করেননি; বরং তিন বাহিনীর প্রধানরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, “আগে থেকেই একটি বৈঠকের সময় নির্ধারিত ছিল। সেখানে আসন্ন জাতীয় নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন বা দায়িত্ব ভাগ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।”
তবে আজকের বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
সূত্র আরও জানায়, তিন বাহিনীর প্রধানরা নিজ নিজ সদর দপ্তর থেকে যমুনার উদ্দেশ্যে বিকেলেই রওনা হন এবং সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন।

