তানভির হোসেন রাজু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ নভেম্বর, শনিবার ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে উপজেলা সমবায় অফিস।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ১১ টা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় অফিসার বিধু ভূষন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম।
ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক জাকারিয়া মিঞার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম সরকার, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মমিনুর রহমান, সিভিডিবি প্রকল্পের বড়ভিটা সার্বিক গ্রাম উন্নয়নের গ্রামকর্মী আব্দুল কাইয়ুম। এসময় ২০২৪-২৫ অর্থবছরে ফুলবাড়ী উপজেলায় সর্বোচ্চ সরকারি রাজস্ব ও সিডিএফ প্রদানকারী তিনটি সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। ১ম, ২য় ও ৩য় পুরস্কার অর্জন করে গংগারহাট সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি, শিমুলবাড়ী সিক্স স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি এবং তালুক শিমুলবাড়ী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

