মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুলালপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৬ হাজার ২শত টাকা জরিমানা আদায় করা হয়। ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বিভিন্ন আইনে ৩ টি পোল্ট্রি ফার্ম, ১ দোকানি ও ৩ মোটর সাইকেল আরোহীকে এজরিমানা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন। অভিযানে উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের রাস্তা সংলগ্ন বসত বাড়ির পাশে অপরিচ্ছন্ন পরিবেশে ৩ টি পোল্ট্রি ফার্ম স্থাপন করে এক অসাধু পোল্ট্রি খামারী। খামারে
অপরিচ্ছন্ন পরিবেশের কারণে আশেপাশের লোকজনের বসবাসের সমস্যা সৃষ্টি করায় ও নিবন্ধন না থাকায় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তার প্রসিকিউশনের ভিত্তিতে মালিককে পশুরোগ আইন, ২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মে পরিস্কার, পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলার জন্য এবং সকল কাগজপত্র হালনাগাদ করে ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।
একই দিনে পিপল সুইটস এন্ড ব্যাকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ঢাকনা ব্যবহার করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৩ জন মোটরসাইকেল আরোহীকে ১২ শত টাকা জরিমানা করা হয়।
এছাড়া, বেজুরা এলাকায় চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেনর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অভিযানের সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও আনসারের একটি দল সহযোগীতা করেন।
এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।







